নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে পূর্ব অনুমতি নিলেও সংঘাতের আশংকায় নির্ধারিত স্থানে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বকুলের আয়োজনে বঙ্গবন্ধুর শোকসভা করতে দেয়নি পুলিশ।
শুক্রবার বিকালে পূর্ব নির্ধারিত স্থান লালপুরের গোপালপুরের কড়ইতলায় একই অনুষ্ঠান আয়োজন করে স্থানীয় এমপি। ফলে সেস্থান বাদ সেখানকার অনেকটা দূরে গরুহাটায় জড়ো হন বকুল সমর্থকরা। পরে বকুল কয়েক হাজার নেতাকর্মি সাথে নিয়ে সভাস্থলে গেলে পুলিশ সংঘাতের আশংকায় সেখানেও অনুষ্ঠান পালনে বাধা দেয়। পরে তিনি তার হাজার হাজার সমর্থকদের নিয়ে শোকর্যালী ও কয়েকটি স্থানে পথসভা করেন । এ উপলক্ষে লালপুরের চক নাজিরপুর, ওয়ালিয়া, ধুপইল ও দয়ারামপুর বাজারে
পথ সভায় তিনি বঙ্গবন্ধুর খুনীদের বিচার দাবী করেন। পাশাপাশি তার জনপ্রিয়তায় ভীত হয়ে সফল কর্মসূচীতে স্থানীয় এমপি ইচ্ছাকৃত ভাবে বাঁধা দিয়েছেন বলে অভিযোগ করেন। এই দুই অনুষ্ঠান ঘিরে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলে অতিরিক্ত পুলিশী টহল বসানো হয়।