নাটোর প্রতিনিধি:নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরের শহীদ চার মুক্তিযোদ্ধার মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে শহরের কানাইখালীস্থ শহীদ মুক্তিযোদ্ধা রেজা, রঞ্জু, সেলিম ও বাবুলের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে এক মিনিট নীরবতা পালন ও শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তুজা আলী বাবলু , দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস সহ জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে নেতৃবৃন্দ শহীদদের পরিবারে যান এবং তাদের সাথে কথা বলেন।
এর আগে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও নাটোর পৌরসভার পক্ষ থেকে কবরে পুষ্প স্তবক অর্পন ্ও দোয়া কামনা করা হয়। এ সময় কমিটির নেতৃবৃন্দসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।