ফুটবলার বোল্টের প্রেরণা রোনালদো !!!

0
217

ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে অবসরের পর উসাইন বোল্টের বাসনা ছিল ফুটবলার হওয়া। শুধু কথায় নয়, বাস্তবেই পৃথিবীর দ্রুততম মানব পেশাদার ফুটবলে নিজের অভিষেক ঘটিয়ে ফেললেন। অস্ট্রেলিয়ান ক্লাব সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের হয়ে শুক্রবার এক প্রীতি ম্যাচে অভিষেক হয় অলিম্পিকে আটটি সোনা জয়ী বোল্টের।

সেন্ট্রাল কোস্ট সিলেক্ট একাদশের বিপক্ষে ‘এ’ লিগের ক্লাবটির ৬-১ গোলের জয় পাওয়া ম্যাচটিতে বদলি হিসেবে মাঠে নামেন জ্যামাইকান গতি দানব। ৩২ বছর বয়সী বোল্টকে দেখতে গসফোর্ডের সেন্ট্রাল কোস্ট স্টেডিয়ামে দর্শকদের ছিল উপচে পড়া ভিড়।

এর আগে বুন্দেসলিগার দল বরুসিয়া ডর্টমুন্ড, দক্ষিণ আফ্রিকার ক্লাব ম্যামেলোডি সানডাউন্স ও নরওয়ের ক্লাব স্ট্রোমসগডসেটের হয়ে অনুশীলন করা বোল্টের ভাবনা এখন ফুটবলে প্রতিষ্ঠিত হওয়া। তাঁর কথায়,‘ আমি ক্রিস্টিয়ানো রোনালদোর অনেক বড় ভক্ত। কেন? তার পরিশ্রমের কারণে। সেরা হতে কি দরকার সেটা সে জানে।’

এর পর যোগ করেন,‘ আমি লিওনেল মেসির মতো প্রতিভাবান ফুটবলার নই। ছোটবেলা থেকে সে খেলা শুরু করেছিল। সে সত্যিই প্রতিভাবান। সেরা হতে ক্রিস্টিয়ানো পরিশ্রম করেছে। আর এটাই আমি অনুসরণ করতে চাই। সেরা হতে আমাকে কাজ করতে হবে, সেটাতেই আমি দৃষ্টি রাখছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here