চাকরি দিচ্ছে আড়ং

0
285

ফ্লোর ম্যানেজার, রিটেইল পদে পাঁচ জনকে নিয়োগ দিচ্ছে জনপ্রিয় পোশাকশিল্প প্রতিষ্ঠান আড়ং। পদটিতে নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আগামী ৮ মে-২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।

প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই ভালো চরিত্রের অধিকারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম তিন থেকে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জায়গায় নিয়োগ দেয়া হবে।

আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারিত হবে। এ ছাড়া কোম্পানি পলিসি অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা পূর্ণ জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র ‘হিউম্যান রিসোর্স বিভাগ, আড়ং, আড়ং সেন্টার, ৩৪৬ তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮’ এই ঠিকানায় অথবা career.aarong@brac.net-এই ঠিকানায় পাঠাতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here