জন্মাস্টমীর শোভাযাত্রা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

0
201
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর প্রধান শোভাযাত্রা উপলক্ষে নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর প্রধান শোভাযাত্রা শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির হতে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।
শোভাযাত্রা চলাকালীন যানজট পরিহারের লক্ষ্যে গাড়ির চালক ও যাত্রীদের; শনিবার দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা এই রুট পরিহার করতে ডিএমপির পক্ষ হতে অনুরোধ করা হয়।
প্রধান শোভাযাত্রার বর্ণনা দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির হতে পলাশী বাজার মোড়, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট বটতলা, সরকারি কর্মচারী হাসপাতাল, ফিনিক্স রোড ,গোলাপশাহ্ মাজার, বঙ্গবন্ধু স্কয়ার, গুলিস্তান, নবাবপুর রোড, রায়সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ্ পার্ক গিয়ে শেষ হবে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জন্মাষ্টমীর শোভাযাত্রা চলাকালীন রাজধানীবাসীকে পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে যানবাহন চলাচল করতে অনুরোধ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here