নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার ইটালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতাহার আলীর (৪০) মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে উপজেলার লটাবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতাহার আলী ওই গ্রামের মৃত জসমত আলীর ছেলে।
ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম জানান, রবিবার সকালে আতাহার আলীর বাড়িতে বৈদ্যুতিক লাইনে সমস্যা দেখা দেয়। এ সময় তিনি নিজেই বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
আতাহার আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, ইটালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেদার হায়াত প্রমুখ।