নাটকের শুটিংয়ের জন্য প্রথমবারের মতো কানাডায় গেছেন র্যাম্প মডেল ও অভিনেত্রী রোখসানা আলী হীরা। নাটকের শুটিংয়ের জন্য প্রথমবারের মতো কানাডায় গেছেন বলে জানিয়েছেন তিনি। নাটকটি পরিচালনা করছেন আলতাফ হোসেন।
নাটকের কাজের অভিজ্ঞতা নিয়ে হীরা বলেন, ‘ এত চমৎকার একটা দেশ কানাডা। শুটিং করতেও অনেক ভালো লাগছে। খুব ভালো অভিজ্ঞতা হচ্ছে। কানাডার বিভিন্ন জায়গায় নাটকের শুটিং করছি। নাটকের নাম এখনো ঠিক হয়নি।’ হীরা আরো বলেন, ‘কানাডায় প্রথমবার শুটিং করছি। পরিবেশ ভীষণ ভালো। ফুরফুরে মেজাজে শুটিং করছি।’
নাটকের শুটিংয়ের ফাঁকে কানাডার বিভিন্ন জায়গা ঘুরে দেখছেন হীরা। নায়াগ্রা জলপ্রপাতও ঘুরেছেন তিনি। শুটিং শেষে ৫ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে হীরার।
হীরা ফ্যাশন মডেলিং দুনিয়ায় বেশি পরিচিত ও জনপ্রিয়। বেশ কিছু নাটকে অভিনয় করেও আলোচনায় এসেছেন তিনি। ভালো চিত্রনাট্য পেলে নিয়মিত নাটকে অভিনয়ের ইচ্ছে আছে বলে জানান হীরা।