অসম্প্রদায়িক একটি দেশ গঠন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বলে মন্তব্য করেছেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।
রোববার (০২ সেপ্টেম্বর) বিকেলে জন্মষ্টমী উপলক্ষে লক্ষ্মীপুর শ্যামসুন্দর জিউর আখড়া মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশিয় দোসর রাজাকাররা হিন্দু সম্প্রদায়ের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে।
এ কে এম শাহজাহান কামাল আরও বলেন, শেখ হাসিনাই বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা করেছে। বিএনপি-জামায়াত সরকার ক্ষমতা এসে তাদের ওপর শুধু নির্যাতন আর নীপীড়ন চালিয়েছে। আওয়ামী লীগ সরকার সংখ্যালঘুদের সুরক্ষা দিয়ে আসছে।