ঢাকা-সিলেট মহাসড়কের গ্রিনলাইনের একটি যাত্রীবাহী বাসের ছয় যাত্রীর কাছ থেকে ১২০ টি স্বর্ণের বার জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটক করা হয়েছে ছয়জনকে। র্যাবের দাবি এই ছয় যাত্রী স্বর্ণ চোরাকারবারী।
সোমবার (৩ সেপ্টেম্বর) র্যাব সদর দপ্তরের মিডিয়া শাখার সহকারি পরিচালক এ এসপি মিজানুর রহমান সকালে জানান, নরসিংদীর পাঁচদোনা এলাকায় বাসটি থামিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়।
১২০ টি স্বর্ণের বারের মোট ওজন ১৪ কেজি এবং এগুলোর আনুমানিক দাম ছয় কোটি টাকা বলেও জানান তিনি।
সোমবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান এএসপি মিজানুর।