রাজধানীর নারিন্দায় অর্পিতা দাস (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার (২ আগস্ট) নারিন্দার শরৎগুপ্ত রোডের এক বাড়িতে এ ঘটনা ঘটে।
স্বামী দীলিপ দাস জানান, দুপুরে তার সঙ্গে অভিমান করে স্ত্রী অর্পিতা দাস (২৫)। এরই জের ধরে সে গলায় ফাঁস দেয়। ঝুলন্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অর্পিতাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য বর্তমানে মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।