এরশাদুল বারী তুষার, জয়পুরহাটঃজয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন সদস্যদের দ্বারা সীমান্তের বিভিন্ন স্থান থেকে আটক করা প্রায় সাড়ে সাত কোটি টাকা মুল্যের বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে।
সোমবার দুপুরে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এসব মাদকদ্রব্য ধ্বংসের উদ্বোধন করেন বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল আনিছুর রহমান।
এসব মাদকদ্রব্যের মধ্যে ৭১ হাজার ২১৩ বোতল ফেন্সিডিল, ৩৭ হাজার ৪৫৫ টি নেশা জাতীয় ইনজেকশন, ৩৯ হাজার নেশা জাতীয় ট্যাবলেট, ২৫ কেজি গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ছিল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদ মোহাম্মদ আনিছুল হক, নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার হক, হিলি শুল্ক বিভাগের সহকারী কমিশনার শাকের আহম্মেদ প্রমুখ।
উল্লেখ্য, ২০১৭ সালের ১ এপ্রিল থেকে ২০১৮ সালের ৩১ আগষ্ট পর্যন্ত জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব মাদক দ্রব্য আটক করে বিজিবি।