খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২ দিনের কর্মসূচি বিএনপির

0
260

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে দুইদিনের নতুন কর্মসূচী দিয়েছে বিএনপি। আগামী ৮ সেপ্টেম্বর সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত মানববন্ধন ও ১২ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত প্রতিকী অনশন কর্মসূচী পালন করা হবে।

রাজধানীর নয়াপল্টনে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘ঢাকাসহ সারাদেশের মহানগরে এই কর্মসূচী পালন করা হবে। মানববন্ধন জাতীয় প্রেসক্লাবের সামনে আর অনশনের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে অথবা মহানগর নাট্যমঞ্চে করার জন্য অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। একই সাথে অবিলম্বে সংসদ ভেঙ্গে দিয়ে, নিরপেক্ষ সরকার এবং সেনাবাহিনী মোতায়েন করে একাদশ জাতীয় নির্বাচন দেয়ার দাবি জানাই।

সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করে বলেন, সারাদেশে সম্প্রতি প্রায় পাঁচশত নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। মিথ্যা মামলা দেয়া হচ্ছে। নতুন করে পুরনো মামলায় নেতা-কর্মীদেরকে জড়ানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, এমরান সালেহ প্রিন্স, এ বি এম মোশারফ হোসেন, মো. মুনির হোসেন, আবদুস সালাম আজাদ, আসাদুল করিম শাহিন, শাহীন শওকত, আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মনিরুল ইসলাম ইউছুফ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here