শাহ আমানত বিমানবন্দর থেকে ৬ কেজি স্বর্ণসহ দুই যাত্রী আটক

0
201

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে ছয় কেজি স্বর্ণসহ মাসকট ও দুবাই থেকে আসা দুই যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। বুধবার সকালে দুই যাত্রীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী কাস্টমস কমিশনার মাহবুবুর রহমান।

আটক দুই যাত্রী হলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গিয়াসউদ্দিন ও পাহাড়তলী এলাকার রবিউল হোসেন। এদের মধ্যে গিয়াস সকাল ৬টায় মাসকট থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে চট্টগ্রাম আসেন এবং রবিউল সকাল সাড়ে ৭টায় দুবাই থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন।

মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা গিয়াস উদ্দিনকে আটক করি। পরে তার সঙ্গে থাকা হ্যান্ডব্যাগ থেকে ৪৫টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৫ কেজি ২৪৮ গ্রাম। অন্যদিকে স্ক্যানিংয়ের সময় রবিউলের ব্যাগে স্বর্ণ পাওয়া যায়। তার ব্যাগে থাকা মেয়ের একটি কাপড়ের স্ট্রিপে মেটালের পরিবর্তে সোনা দিয়ে স্ট্রিপ তৈরি করে সোনাগুলো নিয়ে আসা হয়। যার ওজন প্রায় ৭৬২ গ্রাম। দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here