জানা যায়, দীর্ঘদিন ধরে বাগবাড়ী গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে দুলালের (৪৫) সাথে একই গ্রামের পাশের বাড়ির আব্দুস সাত্তারের স্ত্রী রওশনারা বেগমের (৪৫) পরকীয়া চলছিল। এ সম্পর্ক নিয়ে এলাকায় এলাকার মাতুব্বররা একাধিক বার দেন দরবারও করেছেন। পরিবারের কথা ভেবে সম্পর্ক বিচ্ছেদ করার জন্য দুলালকে একাধিক বার প্রস্তাব দেন প্রেমিকা রওশনারা। কিন্তু প্রেমিক দুলাল রাজি না হয়ে সম্পর্ক চালিয়ে যেতে থাকে। আপত্তি জানালেও হয়রানি করতে থাকেন রওশনারাকে।
এরই এক পর্যায়ে রোববার রাতে ক্ষীপ্ত হয়ে প্রেমিকের পুরুষাঙ্গ কর্তন করে নিজেই থানায় ধরা দিলেন প্রেমিকা।দুলালের সংসারে স্ত্রী ও তিনটি মেয়ে রয়েছে। আর রওশন আরার স্বামী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় দুলালের স্বজনরা থানায় মামলা করায় সোমবার সকালে ওই গৃহবধূকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।