দেশইনফো ডেস্ক: পর্দা উঠছে বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের। সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে ছয় জাতির এ শিরোপার লড়াই। উদ্বোধনী দিনেই আজ মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। লাওসের মুখোমুখি হবে লাল-সবুজরা।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি, উপমন্ত্রী আরিফ খান জয় এমপি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন।
টুর্নামেন্টকে সামনে রেখে স্থানীয় আয়োজকরা বেশ তৎপর। পুরো শহর জুড়েই চালানো হচ্ছে প্রচারনা। স্টেডিয়ামের পাশেই তিনটি বুথ করে টিকিট বিক্রি করা হচ্ছে।
টিকিটের মূল্য নির্ধারন করা হয়েছে ৫০ টাকা। ২৫ হাজার দর্শক ধারন ক্ষমতার স্টেডিয়াম হলেও টিটিক ছাড়া হচ্ছে ২২ হাজার। বাকী তিন হাজার টিকিট বাফুফে, জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনসহ ক্লাবগুলোকে সৌজন্য হিসেবে প্রদান করা হবে বলে জানিয়েছে ফেডারেশন।
সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হতে যাওয়া প্রতিযোগিতায় অংশ নিতে এরইমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে সবগুলো দল। প্রতিটি দলই নিজ নিজ জাতীয় দলকে নিয়ে ঢাকায় আসলেও একমাত্র ফিলিপাইন এসেছে কম সদস্যের দল নিয়ে। ২০ জনের মধ্যে মাত্র এগারোজনকে নিয়ে সিলেটে এসেছে তারা।
ফিলিপাইনের জাতীয় দল বর্তমানে কাতারে অবস্থান করছে। সেখানে ওমানের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলার কারনে পুরো দল নিয়ে ঢাকায় আসা সম্ভব হয়নি বলে জানান দলের ম্যানেজার জোসেফ মারি মালিনে। তবে কালকের মধ্যে হেড কোচসহ বাকী খেলেয়াড়রা চলে আসবেন বলেও নিশ্চিত করেন তিনি।
৬ দলের এ ফুটবল লড়াইয়ে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ লাওস ও ফিলিপাইন। আর ‘এ’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন নেপাল, ফিলিস্তিন ও তাজিকিস্তান। এ আসরকে সামনে রেখে স্বাগতিক বাংলাদেশ মাত্র এগার দিন প্রস্তুতির সময় পেয়েছে। দিনের হিসেবে প্রস্তুতিটা একেবারে কম হলেও জাতীয় দল গত কয়েক মাস ধরেই রয়েছে ব্যস্ততার মধ্যে।