বিএনপির জনসভা – আটক ৫০

0
198

স্টাফ করেসপন্ডেন্ট: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভায় অংশ নিতে আসা নেতাকর্মীদের মধ্যে থেকে ৫০ জনকে আটক করেছে পুলিশ।

রবিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভায় শেষে ফেরার পথে শাহবাগ থানায় ৩৫ জন ও রমনা থানায় ১৫ জনকে আটকের কথা স্বীকার করেছে পুলিশ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান ব্রেকিংনিউজকে জানান, সমাবেশ ও আশপাশের এলাকা থেকে বিএনপির ৩৫ নেতাকর্মীকে নিয়ে আসা হয়েছে। আটকদের তালিকা তৈরি হচ্ছে। তবে আটককৃতদের নাম তিনি জানাননি।

আটককৃতদের মধ্যে থেকে যাদের নামে মামলা রয়েছে শুধু তাদেরকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হবেও বলে জানান তিনি।

এদিকে রাজধানীর মৎস্য ভবন ও আশপাশ এলাকা থেকে সমাবেশে আসা নেতাকর্মীদের মধ্যে ১০-১৫ জনকে আটকের কথা স্বীকার করেছেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. নিশাত জাহান।

তবে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ব্রেকিংনিউজকে জানান, আটককৃতদের ব্যাপারে যাচাই বাছাই চলছে। মামলার আসামী ছাড়া বাকিদের ছেড়ে দেয়া হবে।

টিটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here