স্টাফ করেসপন্ডেন্ট: রাজধানীর মোহাম্মদপুরের বেরিবাধে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক শিশু নিহত হয়েছে। শিশুটির বয়স আনুমানিক ৫ বছর।
সোমবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল ১০ টায় তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মিজানুর রহমান জানান, মোহাম্মদপুর ঢাকা উদ্যান সংলগ্ন বেরিবাধের রাস্তায় কোনো যানবাহনের ধাক্কায় আহত অবস্থায় পড়ে ছিলো ওই শিশু। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
তার নাম পরিচয় কিছু জানাতে পারেনি কেউ। তার পরনে ছিলো শুধু একটি প্যান্ট। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে।
টিটি