কেন নতুনদের প্রতি সালমানের এত আগ্রহ

0
268

বলিউডের ভাইজান সালমান খান। তার হাত ধরেই উঠে এসেছে একাধিক নতুন নায়ক-নায়িকা। এমনকি তার ছবিতেই অভিষেক ঘটেছে নতুন নতুন সব অভিনেত্রীর।

কিন্তু কেন সালমান নবাগতে জন্য দু’হাত উজাড় করে এগিয়ে আসেন? বিষয়টি নিয়ে কথা বলেছেন সাল্লু।

তার ভাষ্য, ‘আমি যখন নতুন ছিলাম, তখন আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। কিন্তু এখন আমি প্রতিষ্ঠিত। আমি চাইলেই অন্যকে সাপোর্ট করতে পারি। আর এ কারণে কেউ যদি প্রতিষ্ঠিত হয় তা তো ভালো হবে। এটির জন্যই যাদের মধ্যে অল্প হলেও প্রতিভা দেখতে পাই তাদের সমর্থন করি। তাদের কাছে নিত্যনতুন কিছু শেখারও আছে। ‘

শিগগিরই সালমান আনতে যাচ্ছে নতুন দুই মুখ। ‌‘লাভযাত্রী’ নামের এ ছবিতে অভিনয় করছে তার ছোট বোনের স্বামী আয়ুশ শর্মা ও ওয়ারিনা হুসাইন। ছবিটির প্রযোজক সালমান নিজেই। আগামী ৫ অক্টোবর এটি মুক্তি পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here