আজ শুরু হচ্ছে বাজেট অলিম্পিয়াড

0
215

অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব বা বাজেট সম্পর্কে তরুণদের আগ্রহ বাড়ানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে আজ বাজেট অলিম্পিয়াড। গণতান্ত্রিক বাজেট আন্দোলনের উদ্যোগে আজ (৪ অক্টোবর) চট্টগ্রাম, ১২ অক্টোবর খুলনা, ২৭ অক্টোবর ঢাকা এবং ৫ নভেম্বর রাজশাহীতে আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে অলিম্পিয়াডের চূড়ান্ত প্রতিযোগিতা। চূড়ান্ত প্রতিযোগিতার মধ্য দিয়ে একজন চ্যাম্পিয়ন ও দুজন রানার আপ খুঁজে নেওয়া হবে। চ্যাম্পিয়নকে ১৫ হাজার টাকা এবং ও দুজন রানার আপ প্রত্যেককে ১০ হাজার টাকার ফেলোশিপ দেওয়া হবে।

গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সম্পাদক এ আর আমান বলেন, এই উদ্যোগে দেশের চারটি অঞ্চলের প্রায় ৪৫টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশ নেবে।

প্রতিযোগিতার প্রথম পর্বে এক ঘণ্টার বহুনির্বাচনি প্রশ্ন (এমসিকিউ), লিখিত পরীক্ষা বা কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে হবে প্রতিযোগীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here