কাওছার মাহমুদ: মাঝখানে বাকী আর মাত্র একটি দিন! আগামী ৫ অক্টোবর, ২০১৮, শুক্রবার সন্ধ্যা ৭টায় মহিলা সমিতি মঞ্চে নতুনরূপে আসছে নাটক ‘গ্যালিলিও’!
শিল্পকলা একাডেমির চিলেকোঠায় আমাদের মহড়া চলছে টানা বেশ ক’দিন। আজও যথারীতি মহড়া চলছিল। দ্বিতীয় দৃশ্যের শুরু থেকে শেষ পর্যন্ত গ্যালিলিওর সাথে আমার (গ্যালিলিওর বন্ধু সাগরেদো) অনেক বচসা হয় বিজ্ঞান চর্চায় বাধা বিপত্তি নিয়ে। এরমাঝেই অধ্যক্ষ (আসাদুজ্জামান নূর) প্রবেশ করার কথা মঞ্চে। নূর ভাই কি কারনে জানি মহড়ায় আসতে বিলম্ব করছিলেন তখনো!
উনার (অধ্যক্ষ) অনুপস্থিতিতে আমাদের আব্দুর রশিদ প্রক্সি দিয়ে যাচ্ছিলেন কিছুক্ষণ! এরমাঝেই হঠাৎ ঝড়ের গতিতে মহড়াকক্ষে ঢুকলেন নূর ভাই। হাতে গ্যালিলিও নাটকের পাণ্ডলিপি। সরাসরি মঞ্চে এসে রশিদকে কপট ধমক দিয়ে বললেন- ভাগো! নূর ভাইয়ের কাণ্ড দেখে উপস্থিত সবাই দিল হেসে!
ঘটনাটি এখানেই শেষ করতে পারলে খুশী হতাম। কিন্তু বিষয়টি আমাকে ভাবিয়ে তুললো বেশ! সরকারের দায়িত্বশীল একজন মন্ত্রীর, সরকারী দায়-দায়িত্বের পাশাপাশি ‘নাটক’ কতখানি হৃদয়জুড়ে অবস্থান করলে- একজন নাটকপাগল মানুষ নিয়মিত মহড়ায় অংশ নিতে পারে!
নূর ভাই, বিগত প্রায় ৩০ বছর ধরে আপনাদের ছায়াতলে বসে অনেক কিছুই শিখছি, জানছি। একটা সময়ে ভাবতাম- অনেক জেনে-বুঝে গিয়েছি বুঝি! এখন বুঝি আরো হাজারো বিষয় শেখবার বাকী আছে আপনাদের কাছে।