মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে চতুর্থ উন্নয়ন মেলা ২০১৮ উদযাপন উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এ প্রেস কনফারেন্সের আয়োজন করেন।
লিখিত বক্তব্য পাঠ করেন জেলা প্রশাসক এস,এম ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বাবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কোজ ঘোষ, সহকারী কমিশনার দিদারুল ইসলাম, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক শাহজাহন বিশ^াসহ জেলার বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী এ উন্নয়ন মেলা সফল ও সার্থক করতে সকের সহযোগীতা কামনা করনে জেলা প্রশাসক এস,এম ফেরদৌস।