
“উন্নয়নের অভিযাত্রায়, অদম্য বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় নাটোরেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয়েছে ৪র্থ উন্নয়ন মেলা ।
সকালে শহরের মাদ্রাসা মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী স্টেডিয়াম মাঠে মেলাস্থলে গিয়ে শেষ হয়। পরে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌরেন্দ্র নাথ চক্রবর্তী ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারসহ সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মেলায় মোট ১৩৫ টি স্টল অংশ নিচ্ছে। চলবে আগামী শনিবার পর্যন্ত। মেলায় প্রতিদিন সেমিনার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। উদ্বোধনী দিনে গান গাইবেন লালন সম্রাট খ্যাত বাউল শফি মন্ডল।