একাদশ নির্বাচন হবে সব দলের অংশগ্রহণে- তোফায়েল আহমেদ

0
228

সচিবালয় প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশ গ্রহণমূলক হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে ইইউ-বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ডায়ালএর চতুর্থ রাউন্ডের সভা শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছি, আমরা অংশ গ্রহণমূলক নির্বাচন চাই। সকল দলের অংশগ্রহণে একাদশ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে সংবিধান অনুসারে।

তিনি আরো বলেন, নির্বাচনে ক্ষমতাসীন দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে। এই সরকারের আকার বড় নাকি ছোট হবে তা প্রধানমন্ত্রীর ঠিক করেবন। নির্বাচন কমিশন(ইসি) এ নির্বাচন পরিচালনা করবে।

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বাংলাদেশে বিনিয়োগ করলে তাদের সুবিধা দেওয়া হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা এখন স্বল্পোন্নত দেশ হলেও ২০২৪ সালের মধ্যে উন্নয়নশীল দেশে পরিণত হব। ২০২৭ সাল পর্যন্ত আমরা স্বল্পোন্নত দেশের সুবিধা পাবো। ইউরোপীয় ইউনিয়নে আমাদের রপ্তানি ২১ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। আমদানি ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার। তাদের অনুরোধ করেছি আমরা যখন ন্বল্পন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রুপান্তরিত হব তখনও যাতে জিএসপি সুবিধা বহাল থাকে। তারা পাকিস্তান ও শ্রীলঙ্কাকে জিএসপি সুবিধা দিয়েছে সে বিষয়েও আমাদের প্রচেষ্টা
অব্যাহত থাকবে।

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের নতুন রাষ্ট্রদূত রেনজি তিরিংক বলেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে বাংলাদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা দরকার। এ বিষয়ে অনুরোধ জানানো হয়েছে, আগামী বছরের মার্চে আবারো বৈঠকে বসব। আমাদের বানিজ্যিক সম্পর্ক অব্যাহত থাকবে বলে আশা করছি।

এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শুভাশীষ বসু, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল হক, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়াসহ বিভিন্ন সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়া ইইউর রাষ্ট্রদূত রেনিসি তেরিংকসহ আটটি দেশের রাষ্ট্রদূত এবং ইইউ বিজনেস সেক্টরের নেতারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here