সংসদ ভোটের আগে ২ হাজার জনবল নিয়োগ দিতে চায় ইসি

0
216

স্টাফ করেসপন্ডেন্ট: চলতি বছরের ডিসেম্বরের শেষ দিকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনেরপ্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের আগে ৫১৭ জন সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ ২ হাজারের মতো নতুন জনবল নিয়োগ দিতে চায় ইসি।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

তিনি বলেন, কোনো প্রক্রিয়ায় এই জনবল নিয়োগ দেওয়া হবে এটা এখনই বলা যাচ্ছে না। তবে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই জনবল নিয়োগ করে তাদেরকে নির্বাচনে ব্যবহার করা যাবে।

মাহবুব তালুকদার বলেন, নির্বাচন সামনে রেখে এখন সবারই পদোন্নতি হচ্ছে। বিভিন্ন জায়গায় আমি দেখতে পাই পত্রিকায় জনপ্রশাসনে পদোন্নতি হচ্ছে, পুলিশে পদোন্নতি হচ্ছে কিংবা তারা পদোন্নতি চাচ্ছেন। নির্বাচন কমিশনেও পদোন্নতির একটা ঢেউ লেগেছে।

তিনি বলেন, গতকাল (বুধবার) একটা মিটিং হয়েছে। নিয়োগ, পদোন্নতি, প্রশাসনিক সংস্কার ও পুনর্বিন্যাস এবং দক্ষতা উন্নয়ন কমিটির সভা। এই সভায় আমরা ৭৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছি। যদিও এটাকে পদোন্নতি বলা যায় না। আমরা সুপারিশ করেছি, এটা এখন কমিশন সভায় যাবে। তারপর কমিশন অনুমোদন দিলেই এটাকে পদোন্নতি বলা যাবে।

তিনি আরও বলেন, পদোন্নতির জন্য সুপারিশ করা ৭৫ জনের মধ্যে কোনো যুগ্ম-সচিব নেই। এর মধ্যে ৯ জন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ২৯ জন উপ-সচিব এবং ৩৭ জন সিনিয়র সহকারী সচিব রয়েছেন। তবে প্রয়োজনের তুলনায় এই পদোন্নতি খুবই অপ্রতুল বলেও জানান এই নির্বাচন কমিশনার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here