২১ অক্টোবর বসছে সংসদ অধিবেশন

0
197


সংসদ প্রতিবেদক: আগামী ২১ অক্টোবর বর্তমান দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশন শুরুহতে যাচ্ছে। এটিই বর্তমান সরকারের শেষ অধিবেশন। বিকেল সাড়ে ৪ টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব দিনের কার্যসূচী শুরু হবে। এর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে শুরু হতে যাওয়া অধিবেশনের সময় সূচী নির্ধারিত হবে।

বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এর অধিবেশন আহ্বান সংক্রান্ত নোটিশ সংসদ সচিবালয়ে পৌছায়।

এবারের অধিবেশন খুবই সংক্ষিপ্ত হবে। সংসদ সচিবালয় সূত্রে জানাগেছে ২৩তম অধিবেশন তিন কার্য দিবস চলতে পারে। এই অধিবেশন সর্বোচ্চ এক সপ্তাহের বেশী চলার কথা নয়।

আগামী ২৮ অক্টোবরের পর বর্তমান সরকারের মন্ত্রীসভা ছোট করার কথা শোনা যাচ্ছে। আর এই অধিবেশনের পর জরুরী কোন অবস্থার সৃষ্টি না হলে নতুন সরকার গঠণের পূর্বে আর কোন অধিবেশন বসবে না। তবে রাষ্ট্রপতি চাইলে যে কোন সময় অধিবেশন আহ্বান করতে পারেন।

এর আগে গত ২০ সেপ্টেম্বর ২২তম অধিবেশন শেষ হয়। সংবিধান অনুযায় এক অধিবেশন শেষ হওয়ার পর পরবর্তী ৬০ কার্য দিবসের মধ্যে পরবর্তি অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here