এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা সম্পন্ন

0
313

দেশইনফো ডেস্ক: রাজধানীসহ সারা দেশে একযোগে আজ এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের অধীনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের পরীক্ষায় সারা দেশের ১৯ কেন্দ্রের ২৭ ভেন্যুতে ৬৫, ৯১৯ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা, শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. আবদুর রশীদ গতকাল জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে সর্বাত্মক প্রস্তুতি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

১৯টি কেন্দ্রের ২৭টি ভেন্যুতে পরীক্ষার হল পরিদর্শনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের ৮০ কর্মকর্তার সমন্বয়ে কমিটি গঠন করা হয়। এ ছাড়া বিশিষ্ট নাগরিকদের সমন্বয়েও ১১ সদস্যের পৃথক একটি ওভারসাইট কমিটিও বানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here