গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার সকালে কোটালীপাড়া উপজেলার উত্তরপাড়া গ্রাম থেকে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল- কোটালীপাড়া উপজেলা নওয়াদা গ্রামের শহর আলী তালুকদারের ছেলে। বাবুল তালুকদার (৫০) ও গচাপাড়া গ্রামের আমজাদ হাওলাদারের ছেলে হেমায়েত হাওলাদার (৫৫)।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, মাদক বেচা কেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তরপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এসময় ওই স্থান থেকে গাঁজা বিক্রির সময় ৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী বাবুল তালুকদার ও হেমায়েত হাওলাদারকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।