আ‌দিবা‌সীদের ৫ শতাংশ কোটার দা‌বি

0
226


১ম ও ২য় শ্রেণীর সরকারি চাকরিতে ৫ শতাংশ আদিবাসী কোটা পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগছাস)।

রবিবার (৭ অক্টোবর) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, গণতন্ত্রের স্বাধীন রাষ্ট্রে জাতাকলে আমরা আজও পরাধীন। মন্ত্রী পরিষদ সচিব বলেছেন দেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আর নেই। আমি তাদেরকে অনুরোধ করবো কিভাবে পাহাড়িরা জীবন জীবিকা করে একটু দেখে যান। ৫ শতাংশ কোটা বাতিল করে আমাদের অগ্রসর জাতি হিসেবে পরিচিতি দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে একদম ভিন্ন। মন্ত্রী পরিষদ সচিবের কাছে আমাদের প্রশ্ন আমরা কিভাবে অগ্রসর হলাম? স্বাধীন রাষ্ট্রের পিছনে আদিবাসীরাও বিভিন্নভাবে অবদান রেখেছে। আদিবাসীদের অস্তিত্ব নিয়ে বিতৃষ্ণা কিসের? আদিবাসীদের ৫ শতাংশ কোটা দিতেই হবে। কোটা বহাল না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আমাদের কর্মসূচি চালিয়ে যাব।

মানবন্ধনে উপস্থিত ছিলেন, বাগছাস কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অনুপ হাছিমা, আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদের সমন্বয়ক উন্নয়ন সাংমা, সাঁওতাল স্টুডেন্টস ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুমন মুরুমু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here