স্টাফ করেসপন্ডেন্ট: কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীর এ্যালিফ্যান্ট রোডে মঙ্গলবার (৯
অক্টোবর) দুপুরে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এর আগে সকালে একই দাবিতে সকালে রাজধানীর পান্থপথে একই দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বেলা পৌনে ২ টায়
রিজভীর নেতৃত্বে মিছিলটি রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল থেকে শুরু হয়ে সায়েন্স ল্যাবরেটরির কাছাকাছি আল্পনা প্লাজার নিকট গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আলমগীর হোসেন সোহানসহ ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের তিন শতাধিক নেতাকর্মী।