নানান আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন। এতে ভিপি পদে জয় পেয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরু। তিনি পেয়েছেন ১১ হাজার ৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছেন ৯ হাজার ১২৯ ভোট।
এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন নির্বাচিত হয়েছেন।
ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই তা বর্জন করে ছাত্রলীগ এবং ভিপি পদে পুনঃনির্বাচনের দাবি জানায় তারা। এজন্য ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয় ছাত্রলীগ।
পক্ষান্তরে ভিপি নুরও ২টি পদ ছাড়া বাকি ২৩ পদে পুনঃনির্বাচনের দাবি জানান এবং প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ে দেন।
এরমধ্যে ডাকসুর নতুন নির্বাচিত সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরকে মেনে নেওয়ার ঘোষণা দেয় ছাত্রলীগ। মঙ্গলবার বিকেলে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ঘোষণা দিলেন নুরকে ভিপি হিসেবে মেনে নিয়েছে তারা।
এদিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী নুরকে নিজেদের দলের এবং একসঙ্গে রাজনীতি করেছেন বলে জানিয়েছেন।
রাব্বানী বলেন, নুর আমার সাথে রাজনীতি করত। আমার ছোট ভাই। ও ভালো কাজ করেছে। আমরা বলছি- শিক্ষার্থীদের প্রয়োজনে দাঁড়াইছে।