খেলনা নয় বরং সত্যি ছবি এটি। প্রতিবছর তুরস্কে বড় বড় বেলুনে চড়ে আকাশভ্রমণ করে পৃথিবীর বিভিন্ন দেশে থেকে আসা আগতরা। গত বছর এই উৎসবে যোগ দিয়েছিল প্রায় ৫ লাখ ভ্রমণপিপাসু।
এমনিতেই ক্যাপ্পাডোসিয়া ঐতিহাসিক স্থান হিসেবে বিশ্বের মানুষের কাছে সুপরিচিত। এর মধ্যে বড় বড় বেলুনে মানুষের ঘুরে বেড়ানোর এই আয়োজন নতুন মাত্রা যোগ করেছে। মজার বিষয় হচ্ছে, এই এলাকাটিতে সারা বছর একই ধরনের পরিবেশ থাকে। যে কারণে ভ্রমণকারীরা এখানে এসে অভিভূত হয়।
মূলত, আবহাওয়া পর্যবেক্ষণ উপলক্ষেই প্রতিবছর বেলুন উৎসব আয়োজন করা হয়।