ঋণখেলাপিদের জন্য বিশেষ সুবিধা দিয়ে গত ১৬ মে বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারের ওপর স্থিতাবস্থা আরো দুই মাস বাড়িয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত ২১ মে ঋণখেলাপিদের জন্য বিশেষ সুবিধা দিয়ে গত ১৬ মে জারি করা বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারের ওপর ২৪ জুন পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন হাইকোর্ট।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন ব্যারিস্টার মনিরুজ্জামান।
এতে বলা হয়, দেশে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ ২ লাখ ২০ হাজার কোটি টাকা। এর মধ্যে আদালতের আদেশে ৮০ হাজার কোটি টাকা খেলাপি ঋণ আটকা পড়েছে, ঋণ মওকুফ হয়েছে ৩৮ হাজার কোটি টাকা। আর ১০ হাজার কোটি টাকার বেশি ঋণ নিয়ে চুপচাপ বসে আছেন খেলাপিরা। তারা শোধও করছে না, আদালতেও আসছে না।
এসময় আদালত বলেন, ব্যাংক উদ্যোক্তারা প্রধানমন্ত্রীর কাছে সুদের হার এক অংকের ঘরে নামিয়ে আনার ওয়াদা করেও তা বাস্তবায়ন করেনি। অথচ কোনো ব্যবস্থাও নেয়নি বাংলাদেশ ব্যাংক। এসময় স্বাধীন ব্যাংকিং কমিশন করা জরুরি হয়ে পড়েছে বলেও মত দেন হাইকোর্ট।