হাসপাতালে চিকিৎসাধীন হুসেইন মুহম্মদ এরশাদকে দেখে এসে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন স্ত্রী রওশন এরশাদ।
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি এ তথ্য জানান।
৯০ বছর বয়সী এরশাদ রক্তে সংক্রমণ ছাড়াও লিভার জটিলতায় ভুগছেন। গত ২২ জুন সিএমএইচে ভর্তি করা হয় তাকে।
সিএমএইচের এর চিকিৎসায় সন্তোষ প্রকাশ করেছেন বিরোধীদলীয় উপনেতা। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সাথে আলাপ করে রওশন এরশাদ আশা করছেন, দ্রুত সুস্থ হয়ে উঠবেন জাপা চেয়ারম্যান।
“শারীরিক অবস্থার উন্নতির এ ধারাবাহিকতা বজায় থাকলে জাতীয় পার্টির চেয়ারম্যান দ্রুত সুস্থ হয়ে উঠবেন,” বলেন রওশন এরশাদ।