বাদল দিনের পোশাক

0
308

বাদল দিনের মাতাল হাওয়ায় মাতবে সবার মন। পোশাক জুড়ে থাকবে তারই ছাপ। শুভ্রতায় ভরা প্রকৃতি ভর করবে সেই পোশাকে। বাদল দিনের পোশাকে ভর করেছে এমন বৈচিত্র্যপূর্ণ ট্রেন্ড। বর্ষা মানেই এখন আর শুধু নীল সবুজে ভরিয়ে তোলা নয়।

বর্ষা মানেই যেকোনও সময় আকাশ কালো করে বৃষ্টি নামা। এসময় তাই পোশাক পরিকল্পনা করা চাই বুঝেশুনে। দেশীয় ফ্যাশন হাউজ ‘মিথ’ বর্ষা উপলক্ষে নিয়ে এসেছে বিশেষ সংগ্রহ।

মিথের ব্যবস্থাপনা পরিচালক জুনায়েদ রহমান জানান; ফেব্রিক, প্যাটার্ন, রঙ এবং অলংকরণ- সবক্ষেত্রেই আবহাওয়াকে রাখা হয়েছে বিবেচনায়। পোশাক তৈরিতে সিল্ক এবং জর্জেট ফেব্রিক ব্যবহার করা হয়েছে। এ দুটি ফেব্রিক তেমনভাবে পানি শোষণ করে না। এছাড়াও ব্যবহার করা হয়েছে হালকা বুননের কটন, লিলেন, টু টোন কটন, ডাবল জর্জেট ও তসর সিল্ক।

প্যাটার্নের ক্ষেত্রে এবার চিরায়ত প্যাটার্নকে দেওয়া হয়েছে প্রাধান্য। এর সাথে সাথে রয়েছে ফিউশনের ব্যবহার। পরিপাটি অলংকরণ করা হয়েছে ফুলেল মোটিফের ব্যবহারে। রঙের ক্ষেত্রে গাঢ় রঙ প্রাধান্য পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here