নিউ মার্কেট থেকে ঢাকা কলেজের দিকে রিকশা চলাচলের জন্য আলাদা লেইন থাকলেও তা করা হয়নি নীলক্ষেত মোড় থেকে নিউ মার্কেটের রাস্তায়। মূল সড়ক দিয়েই চলছে রিক্সা।
রাজধানীর কুড়িল-সায়েদাবাদ, গাবতলী-আজিমপুর ও সায়েন্সল্যাব-শাহবাগ রুটে ৭ জুলাই থেকে রিকশা চলাচল বন্ধ থাকবে বলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন জানিয়েছেন।
ডিএসসিসি মেয়র বলেন, ঢাকা শহরের সড়কে যানবাহনের শৃংখলা ফিরিয়ে আনতে ডিটিসিএর একটি কমিটি গঠিত হয়। এই কমিটির প্রথম বৈঠক ছিল আজ।
তিনি বলেন, বৈঠকে ঢাকা শহরের বিভিন্ন সড়ক থেকে রিকশা, লেগুনা, হিউম্যান হলারসহ বিভিন্ন অবৈধ এবং অনুমোদনহীন যানবাহন চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।একই সঙ্গে ফুটপাতে জনগণের হাঁটার পথ নির্বিঘ্ন করতে অতীতে বহুবারের মতো হকার উচ্ছেদের ঘোষণাও দিয়েছেন মেয়র। রাজধানীতে বিমানবন্দর সড়ক, ফার্মগেট হয়ে শাহবাগ, মিরপুর রোডের প্রধান সড়কে আগে থেকে রিকশা নিষিদ্ধ রয়েছে।