দুটি টেস্ট খেললেও লর্ডসে এটাই বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচ। ২০০৫ ও ২০১০ সালে ওই দুই টেস্টে খেলার সৌভাগ্য হয়নি মোস্তাফিজুর রহমানের। কারণ তার অভিষেক ২০১৫ সালে। ক্রিকেটের মক্কায় আজই তার প্রথম ম্যাচ। আর প্রথম ম্যাচেই কাটার মাস্টারের উজ্জ্বল পারফরম্যান্স। পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট নিয়ে লর্ডসের অর্নাস বোর্ডে নাম তুলেছেন ‘ফিজ’। ওয়ানডেতে ১০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন তিনি।
লর্ডস ক্রিকেটের তীর্থভূমি। লন্ডনের এই মাঠে খেলার স্বপ্ন থাকে অনেক ক্রিকেটারেরই। কেবল খেলার আয়োজন করেই নিজেদের কাজ শেষ করেনি কর্তৃপক্ষ।
পাকিস্তানের বিপক্ষে ১০ ওভারে ৭৫ রানের খরচায় পাঁচটি উইকেট নিয়ে তৃতীয় বাংলাদেশি হিসেবে লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখালেন মোস্তাফিজ।
কাটার মাস্টারের আগে অবশ্য দুজন বাংলাদেশির নাম উঠেছে এই বোর্ডে। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ৫ উইকেট নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে অনার্স বোর্ডে নাম তোলেন পেসার শাহাদাত হোসেন। সেই টেস্টেই সেঞ্চুরির পর তামিম ইকবালের লাফিয়ে ওঠার দৃশ্য আজও চোখে ভাসে টাইগার ভক্তদের।