সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত ও আশঙ্কাজনক বলে জানিয়েছেন পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।
রবিবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ডাক্তারদের মতে- আমাদের তরফ থেকে যতটুকু করার দরকার ততটুকু আমরা করছি। মেডিসিন সাপোর্ট করছে, এটাকে উন্নতি বলা যেতে পারে। তবে মেডিসিন বা কোনো প্রকার সাপোর্ট ছাড়া যদি উনার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকে তবেই উন্নতি বলা যাবে।
জিএম কাদের বলেন, তার হেমোডায়াফিলট্রেশন চলছে। পালস, ব্লাড প্রেশার, অন্য সবকিছু স্বাভাবিকভাবে চলছে; তবে তা শুধুমাত্র লাইফ সাপোর্টে রাখার কারণে। যতদিন তিনি স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারবেন না, ততদিন তাকে এভাবে রাখা হবে।
তিনি বলেন, রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) কর্তৃপক্ষ তার চিকিৎসায় কোনো খুঁত রাখছেন না।
এসময় এরশাদের জন্য যারা রক্ত দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান জিএম কাদের।
গত ২৬ জুন শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন এরশাদ। পরে গত রবিবার তার অবস্থার অবনতি হয়।