আবার একসাথে ফিরছেন ভিকি-রিচা

0
317

চার বছর আগে মুক্তি পেয়েছিল ভিকি কৌশল ও রিচা চাড্ডা অভিনীত ‘মাসান’। এই ছবির মাধ্যমেই ভিকির বলিউডে অভিষেক। সিনেপ্রেমীদের মধ্যে বেশ প্রশংসিত হয়েছিল এই ছবি। এবার ফের একবার একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন ভিকি ও রিচা। এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে বলিপাড়ায়।

ভারতের জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, একটি ডিজিটাল ছবির জন্য ‘মাসান’-এর প্রযোজক গুণিত মোঙ্গার সঙ্গে কথাবার্তা বলছেন ভিকি-রিচা। মুখ্য চরিত্রেও থাকছেন তারাই। ছবির শুটিংও খুব তাড়াতাড়ি শুরু হবে বলে শোনা যাচ্ছে। তবে খুব সম্ভবত ডিজিটাল মিডিয়ার জন্য এই ছবিটি বানাচ্ছে গুণিত।

সম্প্রতি একটি অনুষ্ঠানের জন্য একত্রিত হয়েছিলেন গুণিত ও ভিকি। সেখানেই ‘মাসান’-এ একসঙ্গে কাজ করার পুরনো কিছু স্মৃতি নিয়ে তাদের কথা হয়। তখনই ফের নতুন ছবিতে কাজ করার পরিকল্পনা করে ফেলেন ভিকি, গুণিত ও রিচা। প্রসঙ্গত ‘মাসান’-এর পরিচালনা করেছিলেন নীরাজ ঘেওয়ান। ‘মাসান’ ছবিটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সুনাম কুড়িয়েছিল। বেশ কয়েকটি অ্যাওয়ার্ডও ঝুলিতে ভরে এই ছবি। ছবিটির শুটিং হয়েছিল বারাণসীতে। গুণিতকে বলিউডের সফল প্রযোজকদের তালিকায় স্থায়ী জায়গায়ও করে দিয়েছিল ‘মাসান’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here