প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি সংবলিত ভিডিও সামাজিক মাধ্যমে পোস্টদাতা এক রোহিঙ্গাকে মালয়েশিয়ায় গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দেশটির দ্যা স্টার অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন কেডাহ প্রদেশের সুঙ্গাই পেতানি থেকে ৪১ বছর বয়সি মিয়ানমারের ঐ নাগরিককে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। সে পেশায় নির্মাণ শ্রমিক এবং রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদীদের সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য।
“বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি সম্বলিত একটি ভিডিও সোশাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোড করার কারণে তাকে আটক করা হয়েছে,” বলেন মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক দাতুক সেরি আব্দুল হামিদ বদর।
তার বিরুদ্ধে ১৯৯৭ সালে মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশ, ২০১২ সালে ভুয়া ভ্রমণ কাগজপত্র ব্যবহার এবং মানবপাচার চক্রে সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে বলে আইজিপি জানিয়েছেন।
তিনি ছাড়াও আরসা সমর্থক ২৫ বছরের আরেক রোহিঙ্গা তরুণ, এক ভারতীয় ও এক ফিলিপিনোকে জঙ্গিবাদে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে মালয়েশিয়ার পুলিশ প্রধান জানিয়েছেন।