‘এখনো এরশাদের কিডনি-লিভার কাজ করছে না’

0
186

সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে জানিয়ে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, এখনো সাবেক এই রাষ্ট্রপতির কিডনি, লিভারসহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ কাজ করছে না।

জিএম কাদের বলেন, ‘এরশাদের শরীরের কোনও অরগান ঠিক মতো কাজ করছে না, কৃত্রিমভাবে চলছে। তবে রক্তে যে ইনফেকশন ছিল, তা কমে গেছে। আমি সকাল সোয়া ১০টায় সিএমএইচে গিয়ে সেখানকার চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।’

এরশাদকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে জিএম কাদের বলেন, ‘শারীরিক অবস্থা বিবেচনায় তাকে বিদেশ নেওয়া সম্ভব না। সম্মিলিত সামরিক হাসপাতালে বিশ্বমানের চিকিৎসা হচ্ছে।’

ডায়ালাইসিসের মাধ্যমে এরশাদের রক্তের বর্জ্য অপসারণ করা হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘তার লিভার এখনও পুরোপুরি কাজ করছে না। প্রয়োজন মতো তার শরীরে রক্ত এবং রক্তের বিভিন্ন উপাদান দেওয়া হচ্ছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, আলমগীর সিকদার লোটন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here