প্রত্যেক জেলায় আমাদের নিরাপদ খাদ্যের অফিস হবে: খাদ্যমন্ত্রী

0
200

বন্যা হলেও দেশে খাদ্যের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মঙ্গলবার সকালে সচিবালয়ে ডিসি সম্মেলেনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, ‘এখন অন্য কোনো ফসল লাগানোর সময় না। কেবলমাত্র ধান লাগানোর মৌসুম। বন্যার পানি নেমে গেলে ঠিকই ধান লাগাতে পারবেন কৃষকেরা।’

সাধন চন্দ্র বলেন, ‘এবার আমরা ৪ লাখ মেট্রিকটন ধান কিনব। কিন্তু, গতকাল সোমবার পর্যন্ত মাত্র ১ লাখ মেট্রিকটন কিনতে পেরেছি। ডিসিরা সাহায্য করছেন। কিন্তু, প্রক্রিয়াটি আরও জোরদারে তাদের নির্দেশনা দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আরেকটি নির্দেশনা হলো, প্রত্যেক জেলায় আমাদের নিরাপদ খাদ্যের অফিস হবে। মানুষ যাতে ভেজালমুক্ত খাবার গ্রহণ করতে পারে, সে জন্য তাদের আরও কঠোর হওয়ার জন্য আমরা নির্দেশ দিয়েছি।’

এখন দেশের বিভিন্ন জেলায় বন্যা চলছে। আগামীতে কোনো খাদ্য সংকটের আশঙ্কা আছে কি না- জানতে চাইলে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘কোনো সংকট নেই। আমাদের খাদ্যের পর্যাপ্ত মজুদ আছে। খাদ্যগুদামে শুধু খাদ্যই নয়, ত্রাণও পর্যাপ্ত মজুদ আছে। যেকোনো অবস্থা মোকাবেলা করতে আমরা প্রস্তুত আছি।’

খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘বিভিন্ন জায়গায় গোডাউন নির্মাণ ও নিরাপদ খাদ্যের অফিস করার প্রস্তাব দিয়েছেন ডিসিরা। এগুলো আমরা বানাব, আমরা প্রকল্প গ্রহণ করেছি।’

এই অধিবেশনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান ও বিভাগীয় কমিশনররা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here