বিশ্বকাপটা মোটেও ভালো যায়নি তামিম ইকবালের। ব্যাট হাতে দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি। মন ভরাতে পারেননি সমর্থকদেরও। শ্রীলঙ্কা সফরটা তাই তার জন্য বড় পরীক্ষা।
মাশরাফি ও সাইফউদ্দিনের চোটের আগে ব্যক্তিগত কারণে এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। দলের সেরা চার ক্রিকেটারকে ছাড়া শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজে কঠিন পরীক্ষার সামনে পড়তে যাচ্ছে বাংলাদেশ।
সেই মিশনের উদ্দেশ্যে আজ (শনিবার) বেলা ১২.৪৫ মিনিটের ফ্লাইটে দেশ ছেড়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। হ্যামস্ট্রিং চোটে ছিটকে যাওয়া মাশরাফির বদলে এই ওপেনারকেই করা হয়েছে ওয়ানডে অধিনায়ক। মাশরাফির সঙ্গে পিঠের ইনজুরিতে ছিটকে গেছেন অলরাউন্ডার সাইফউদ্দিন। তার বদলি হিসেবে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ।
তবে নিজের খারাপ সময় নিয়ে এত কিছু নিয়ে ভাবতে চান না তামিম। শনিবার শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ার আগে বললেন, ‘‘আমি এভাবে চিন্তা করছি না। কোথাও খারাপ করলে সেটা নিয়ে সারাক্ষণ ভাবলে খারাপই হবে। সব সময় সামনে তাকাতে হয়, ইতিবাচকভাবে ভাবতে হয়। আমিও তাই করছি। আমাকে ইতিবাচক থাকতে চাই।’’