রাজধানীর পল্টন ও তেজগাঁও এলাকা থেকে উদ্ধার হওয়া দুটি বোমা নিষ্ক্রিয় করেছে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। দুটি বোমাই শক্তিশালী ছিল বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার রাতে পল্টন ও খামারবাড়ি থেকে বোমা উদ্ধার করা হয়। গভীর রাতে সেগুলো নিষ্ক্রিয় করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে পল্টন মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে একটি কার্টনে বোমা সাদৃশ বস্তু দেখা যায়। এরপর পুলিশে খবর দেয়া হয়। পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে। গভীর রাতে সেগুলো নিষ্ক্রীয় করা হয়।
এ ছাড়া তেজগাঁও থানা পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১টার পর খামারবাড়িতে বোমা সাদৃশ বস্তু দেখতে পায় মেট্রোরেল প্রকল্পের কর্মীরা। এরপর পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে খামারবাড়ি চত্বরসহ আশপাশের রাস্তা বন্ধ করে দেয়। এরপর ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে বোমা উদ্ধার করে। রাত ৩টার দিকে তারা বিস্ফোরণের মাধ্যমে তা নিষ্ক্রিয় করে।