পাল্টাপাল্টি অবস্থানের পর এবার দেবর-ভাবির মধ্যে ক্ষমতা ভাগাভাগি করার উদ্যোগ নেওয়া হয়েছে। দুই পক্ষই কিছুটা ছাড় দিয়ে মতৈক্যে পৌঁছতে প্রস্তুত। খুব শিগগিরই জিএম কাদের ও রওশন এরশাদ একমঞ্চে উঠবেন বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, পার্টির হাল ধরছেন এরশাদের ভাই জি এম কাদের। তাকে পার্টির চেয়ারম্যান হিসেবে মেনে নিচ্ছেন রওশন এরশাদ। তবে ছাড় দিতে হচ্ছে সংসদের বিরোধীদলীয় নেতার পদটি। ওই পদে থাকবেন এরশাদপত্নী। অন্যদিকে জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতার পদটি রওশন এরশাদ দেবর জি এম কাদেরকে ছেড়ে দিতে পারেন। তবে দলের গঠনতন্ত্র অনুযায়ী বেগম রওশন এরশাদ পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান হিসেবে বহাল থাকছেন। আর এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে উপনির্বাচনে দলীয় মনোনয়ন কে পাবেন তা সমঝোতার ভিত্তিতেই চূড়ান্ত হবে।
এরআগে, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকালে দলীয় প্যাডে নিজেকে সংসদে বিরোধীদলীয় নেতার পদে নিয়োগ দিতে স্পিকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেন জিএম কাদের। এরপর দিন বুধবার (৪ সেপ্টেম্বর) জিএম কাদেরের চিঠির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তা গ্রহণ না করার অনুরোধ জানিয়ে চিঠি দেন রওশন এরশাদ। এরই মধ্যে দিয়ে মূলত জাপায় গৃহবিবাদ শুরু হয়।
বারিধারার সমঝোতা বৈঠক উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবুল হোসেন বাবলা, মাসুদ উদ্দীন, ফখরুল ইমাম, মজিবুল হক চুন্নু প্রমুখ।