ড্রিমলাইনার ‘রাজহংস’ আসছে আজ

0
151

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চতুর্থ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘রাজহংস’ দেশে আসছে আজ শনিবার। যুক্তরাষ্ট্রের সিয়াটলের এভারেটে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কর্মকর্তারা বিমানের কর্মকর্তাদের কাছে মালিকানা হস্তান্তর করেছেন।

আগামী মঙ্গলবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড্রিমলাইনার ‘রাজহংস’-এর শুভ উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

বিমান বাংলাদেশ সূত্র জানিয়েছে, শনিবার ৩টা ৪৫ মিনিটের সময় ড্রিমলাইনার ‘রাজহংস’ উড়োজাহাজটি ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরে এসে অবতরণের কথা রয়েছে। ইতোমধ্যে ‘রাজহংসে’র চাবি বিমানকে বুঝিয়ে দিয়েছে বোয়িং কোম্পানি।

সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১৩ সেপ্টেম্বর দুপুর ১২টায় বিমানের চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করছে। বাংলাদেশ সময় শনিবার বিকেল ৩টা ৪৫ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।

বোয়িংয়ের পক্ষে উড়োজাহাজের মালিকানা হস্তান্তর করেন পরিচালক (ডেলিভারি কন্টাক্ট) জন বর্বার। বিমানের পক্ষে পরিচালক (লজিস্টিক) মো. মমিনুল ইসলাম মালিকানা বুঝে নেন। এ সময় বিমানের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) মোহাম্মদ ইনামুল বারী, পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দিন আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘রাজহংস’ বৃহস্পতিবার দেশে আসার কথা থাকলেও রাডারে ত্রুটি দেখা দেওয়ায় তা সারাতে ৪৮ ঘণ্টা সময় নেয় বোয়িং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here