চলতি বছরের বাথটাবের পানিতে প্রেমিকের কোলে শুয়ে কন্যা সন্তানের জন্ম দিয়ে হইচই ফেলে দিয়েছেন ব্রাজিলিয়ান বংশোদ্ভুত ভারতীয় জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ব্রুনা আবদুল্লাহ।
সোমবার (২৩ সেপ্টেম্বর) ছিল ডটারস ডে। এদিন পানির নিচে সন্তান জন্মদানের সেই গল্প ভক্তদের সঙ্গে শেয়ার করেন ব্রাজিলিয়ান এই সুন্দরী।
ইনস্টাগ্রামে সদ্যজাত মেয়ের ছবি শেয়ার করেছেন ব্রুনা। মেয়ের নাম রাখেন ইসাবেল।
ক্যাপশন দিয়েছেন, ‘মাই বার্থ স্টোরি’। ব্রুনা চেয়েছিলেন কোনো রকম ওষুধ ছাড়া এবং বাড়িতেই নিজের সন্তানকে জন্ম দেবেন। সে কারণে হিপনো-বার্থিং পদ্ধতি বেছে নিয়েছিলেন। সেই পদ্ধতি মতো মা হতে পেরে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেত্রী।
ব্রুনা আবদুল্লা যে ছবিটি ইনস্টাগ্রামে আপলোড করেছেন, সেই ছবিতে দেখা গিয়েছে এক বড় পানিভর্তি গামলায় বয়ফ্রেন্ডের কোলে শুয়ে আছেন নায়িকা ৷ আর তার বুকের কাছে রয়েছেন সদ্যজাত তাঁর সন্তান ৷