একনেকে ৫ প্রকল্প অনুমোদন

0
173

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চার হাজার ৬৩৬ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকার দেবে এক হাজার ৪৭৬ কোটি ৪ লাখ এবং বিদেশি ঋণ তিন হাজার ১৬০ কোটি ৭৬ লাখ টাকা।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়।

বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র প্রকল্প-এমডিএসপি (১ম সংশোধিত) প্রকল্পসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৪ হাজার ৬৩৬ কোটি ৮০ লাখ  টাকা।

পরিকল্পনামন্ত্রী জানান, এই ৫ টি (নতুন ও সংশোধীত) প্রকল্পে সরকারি অর্থায়ন করা হবে ১ হাজার ৪৭৬ কোটি ৪ লাখ টাকা, প্রকল্প সাহায্য ৩ হাজার ১৬০ কোটি ৭৬ লাখ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা বিভাগের সচিব মো. নুরুল আমিন, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here