আহমদ শাহ আবদালি রূপে সঞ্জয়

0
271

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। তার পরবর্তী সিনেমা পানিপথ এতে আহমদ শাহ আবদালির চরিত্রে দেখা যাবে তাকে।

আজ সোমবার ইনস্টাগ্রামে পানিপথ সিনেমার একটি পোস্টার প্রকাশ করেছেন সঞ্জয়। এতে চোখে কাজল, লম্বা দাঁড়ি ও যুদ্ধের পোশাকে আহমদ শাহ আবদালি রূপে তাকে দেখা গেছে। ছবির ক্যাপশনে সঞ্জয় লিখেছেন, আহমদ শাহ আবদালি, তার ছায়া যেখানে পড়ে মৃত্যু সেখানে হানা দেয়।

আহমদ শাহ আবদালি আধুনিক আফগানিস্তানের প্রতিষ্ঠাতা। ১৭৬১ সালে পানিপথের তৃতীয় যুদ্ধে তিনি বিশাল মারাঠা সেনাদলকে পরাজিত করে ইতিহাস সৃষ্টি করেন।

পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনেই এই সিনেমা তৈরি হচ্ছে। পানিপথ পরিচালনা করছেন আশুতোষ গোয়াড়িকর। এতে আরো অভিনয় করছেন— অর্জুন কাপুর, কৃতি স্যানন। আগামী ৬ ডিসেম্বর পানিপথ মুক্তি পাবে।

আগামীকাল মঙ্গলবার পানিপথ সিনেমার ট্রেইলার প্রকাশ পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here