দীর্ঘদিন ধরে প্রেমের গুঞ্জনের পর এবার কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার বিয়ের খবর এসেছে গণমাধ্যমে। আগামী বছরের ২২ ফেব্রুয়ারি তাদের বিয়ের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
অবশ্য বিয়ের তারিখ নিয়ে রহস্য জিইয়ে রেখে সৃজিত বলেছেন, ‘আগে ভেন্যু ঠিক হোক, তার পর বিয়ে।’
নিজের বিয়ের খবর মেনে নিয়ে মজা করে তিনি বলেন, ‘কোথাও এখনো বিয়ের দিন নির্দিষ্ট করে বলিনি। কিন্তু, অনেক জায়গাতেই তা আপনা-আপনি লেখা হয়ে যাচ্ছে। এর পর যদি আমার বিয়ের কার্ড ছাপিয়ে আমাকেই পাঠিয়ে দেওয়া হয়, তাহলেও আমি অবাক হব না।’
বিয়ের দিনক্ষণ নিয়ে পশ্চিমবঙ্গের এই পরিচালক বলেন, ‘এখনই বিয়ের দিন নিশ্চিত করতে পারছি না। তবে শীতকালেই বিয়ে করার ইচ্ছা।’
তার কথায়, ‘ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়টাই বিয়ের জন্য আমার পছন্দ। কারণ এ সময় ছবির কাজ কম থাকে।’
তাহলে সত্যিই কি তার বিয়ে ২২ ফেব্রুয়ারি- এমন প্রশ্নে সৃজিত বলেন, ‘প্রপার ভেন্যু না পেলে বিয়ের দিন পিছিয়েও যেতে পারে। তাহলে বিয়ে করার পরবর্তী সুযোগ হবে জুন মাসে। কারণ, ছবির কাজে ব্যস্ত আছি।’
তিনি আরও বলেন, ‘ডেস্টিনেশন ম্যারেজও করতে পারি। কারণ সবাইকে আমন্ত্রণ জানাতে হবে এমনটা তো নয়।’