আর্চারিতে বাংলাদেশের দশে দশ

0
280

এসএ গেমসের আর্চারির ১০টি ইভেন্টের ফাইনালে উঠেছিল বাংলাদেশের আর্চাররা। গতকাল ৬টি ইভেন্টে সোনা জিতেছিল তারা। আর বাকি ৪ ইভেন্টে জিতে দশে ১০ পূর্ণ করলেন বাংলাদেশের আর্চাররা। অর্থাৎ আর্চারি ইভেন্টের সবগুলো স্বর্ণই ঘরে তুলেছে বাংলাদেশ।

পোখরায় সোমবার সকালে কম্পাউন্ড নারী এককে বাংলাদেশের সোমা বিশ্বাস ১৪২-১৩৪ পয়েন্টের ব্যবধানে শ্রীলঙ্কার অনুরাধা করুনারত্নেকে হারিয়ে সোনা জেতেন। এরপর কম্পাউন্ড পুরুষ এককে ভুটানের তাদিন দর্জিকে ১ পয়েন্টের ব্যবধানে (১৩৭-১৩৬) হারিয়ে সোনা জেতেন সোহেল রানা।

পরে রিকার্ভ নারী এককে ইতি খাতুন ভুটানের সোনাম দেমাকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে বাংলাদেশকে আর্চারিতে নবম সোনা উপহার দেন। আর রিকার্ভ পুরুষ এককের ফাইনালে রোমান সানা ভুটানের কিনলে শেরিংকে ৭-১ সেট পয়েন্টে হারিয়ে উপহার দেন দশম সোনা।

এমন অর্জনের পর বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল বলেন, ‘সকালে সোমা যখন সোনা জিতল, তখন আমরা নতুন একটি রেকর্ড গড়ি। দেশের একমাত্র ফেডারেশন হিসেবে এসএ গেমসে রেকর্ড ৭টি সোনা জয় করি। আমাদের আগে সাঁতার থেকে সর্বোচ্চ ৬টি সোনা এসেছিল। এরপর সব মিলিয়ে ১০টি সোনা জিতে দেশের একমাত্র ফেডারেশন হিসেবে নতুন একটি রেকর্ড গড়ি। যদিও এটা বাংলাদেশে নতুন, কিন্তু ভারতের এমন রেকর্ড অনেক আছে।’

সব মিলিয়ে চলতি আসরে বাংলাদেশ জিতল ১৮টি সোনা। দেশের বাইরের আসরে যা সর্বোচ্চ স্বর্ণ জয়ের রেকর্ড। সেই সাথে ছুঁয়ে ফেলল সব মিলিয়ে গেমসের এক আসরে নিজেদের সর্বোচ্চ স্বর্ণ জয়ের রেকর্ড। ২০১০ সালে ঘরের মাঠে আসর থেকে সর্বোচ্চ ১৮টি স্বর্ণ পদক জয় করেছিল বাংলাদেশ।

এখন সুযোগ সেই রেকর্ড ছাপিয়ে স্বর্ণ জয়ে নতুন ইতিহাস গড়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here